আমায় তুমি ডাকবে কাছে,
স্বপ্নিল পরশে বসাবে পাশে।
সমীরণ ভরা এক চাঁদনী রাতে,
মেঠো কোন ফুল রাখবে হাতে।
শোনাবে তুমি কতইনা স্বপ্নের কথা,
মিলন মুদিত বুকে রেখে মাথা।
শান্ত নিশীথের সে গোপন অভিসারে,
শত কল্পনার মালা গাঁথবো অন্তরে।
জোছনা রাতের সে মধুর পরশে,
অনেক না বলা কথা বলব হেসে হেসে।
প্রিয় তোমার সব কথা শুনবো নীরবে,
যত কথা তুমি সেদিন বলবে।
একবারও বলবো না কেন মোরে,
ডেকেছ নিভৃত এ রাতের আঁধারে।
মাদকতা ভরা সে রাতের হাওয়া,
হৃদয়ের গভীরে লাগবে প্রেমের ছোঁয়া।
পুষ্প সৌরভ ভরা রাতের বাসর বেলা,
আলোছায়া টুকু এসে করবে শুধু খেলা।
কাছাকাছি আমরা দু‘টি প্রাণী,
চারদিকে অসীম স্তব্ধতায় ভরা গভীর রজনী।
দেবো তোমায় অঞ্জলি ভরা ফুল,
আদর সোহাগে মাতবে দু’কুল!
আমারই জন্য তুমি থাকবে ফুটে,
প্রণয়ের মালা গাঁথার লাগি নিবে সব লুটে!
সে দিনের সে বসন্ত রাতি,
স্মৃতির মালায় রাখবো গাঁথি।