কিছু স্মৃতি কখনো ভুলার নয়, কিছু থাকে বেদনার।
কিছু বিস্মৃতি কাঁদায় অবিরত, কিছু হাসায় বারবার।
কিছু ব্যথা ভুলা যায় না, কিছু থাকে জীবনভর।
কিছু বেদনা থাকে আজীবন, কিছু লাগে কষ্টকর।
কিছু হাসি ভুলা যায় না, কিছু বিরক্তির কারন হয়,
কিছু কান্না থাকে সারা জীবন, কিছু থাকে ক্ষণিক সময়।  
কিছু সুখ আসলে সুখ নয়, কিছু সুখের আড়ালে বেদনা।
কিছু দুঃখ সুখেরও বেশি, কিছু দুঃখ আজীবন যন্ত্রণা।
কিছু প্রেম নামেই শুধু প্রেম, কিছু প্রেমে কষ্ট অবধারিত,
কিছু বিরহ না থাকলেই নয়, কিছু মনকে পোড়ায় নিয়ত।
কিছু দেনা শোধ করতে হয়, কিছু থাকে বাকী আজীবন,
কিছু পাওনা আদায় হয় না, কিছু সম্পর্ক নষ্টের কারন।  
কিছু আলো লাগে অতি ভালো, কিছু আঁধার থেকে খারাপ।
কিছু আঁধার আলো থেকে ভালো, কিছু বাড়ায় দুঃখ তাপ।
কিছু জড়তা জীবনকে করে স্থবির, কিছু দেয় পরম শান্তি।
কিছু মৌনতা বাড়ায় মনের জ্বালা, কিছু আনে সংসারে অশান্তি।
কিছু আকর্ষণ বাড়ায় ভালোবাসা, কিছু এনে দেয় মনঃকষ্ট।
কিছু বিকর্ষণ অনিবার্য হয়, কিছু এনে দেয় দূরত্ব স্পষ্ট।
সব কিছুরই সব ভালো নয়, এটাই হলে চরম বাস্তবতা।
সব কিছুই জোড়া লেগে হয়, ‘জীবন’ নামের একটি কবিতা।