রাতের আকাশে তারার পানে চেয়ে,  
কিশোরী মন হাজারো স্বপ্ন বুনে।
অসীম আকাশে ছড়ানো তারাগুলো,
গুণে কি শেষ করা যায়!
দু’চোখ জুড়ে এক সময় ঘুম আসে,
রাতের তারা কেবলি মিটিমিটি হাসে।
এমনি করে রাত আসে রাত যায়,
তারারা মিতালী করে প্রতি রাতে ঘুম পাড়ায়।
হিমেল বাতাস উদাম শরীরে লাগায় পরশ,
ঝিঁঝিঁরা শুনায় ঘুম পাড়ানি গান!
এমনি করে সময় বয়ে যায়.......
ফুলে ফুলে ভরে যায় শুকনো ডালপালা,
সুবাসে বিমোহিত হয় বসন্ত রাতের বাতাস।
তন্বী তরুলতা হাত বাড়ায় জড়াতে বাঁধন,
নেশার ঘোরে ঘুরে যত নিশাচর পাখি!
এদিকে তর সয় না কিশোরী্র মন
রাতের আঁধারে হারিয়ে জাওয়ার এইতো সময় !
অবশেষে বুকের মাঝে বাসা বুনে এক অচিন পাখি,
কিশোরীর সব স্বপ্ন এখন তাকে নিয়েই!
সাগরের ঢেউ আর কিশোরী মন,
কখন যে একাকার হয়ে গেছে।
শুধুই আঁচড়ে পড়তে ইচ্ছে করে,
নরম তুলতুলে সিক্ত বেলাভূমে!
অসীম সাগরের মাঝে ছোট্ট এক নির্জন দ্বীপে,
ঢেউয়ের নিরন্তর আঘাতের পর আঘাতে,
বিষাদে নীল হয় কিশোরীর নরম দেহ বল্লরী!
হাহাকার করে উঠে কিশোরীর মন-
না জানি বড় কোন জলোচ্ছ্বাসে,
কখন ভেঙে যায় নরম বালির বাঁধ!
নোনা জল ঢুকে নষ্ট করে দেয়,
কিশোরী মনের আজন্ম লালিত স্বপ্ন !