শ্রাবণের আকাশ না হয় আবেগের বশে,
কাঁদতে গিয়ে অবিরাম ঝরাল অশ্রুজল!
সেটাকে বৃষ্টির জল ভেবে বারবার তুমি,
পরম সুখের আশায় ভিজালে নরম দেহখানি!  
তুলোর মতো শরতের উড়ন্ত মেঘের ফাঁকে,
খুঁজলে কেবল অনন্ত নীল আকাশের ঠিকানা।
বসন্ত সকালের পুষ্প সুবাসিত মৃদু সমীরণ,
গায়ে মেখে পেতে চাইলে আত্মার প্রশান্তি।
পূর্ণিমার চাঁদকে হাজারবার ছুঁতে চাইলেও,
পারোনি তার আলোটুকু ধরে রাখতে।
সাঁতার কাটতে পারোনি বলে সরোবর থেকে,
তুলে আনতে পারলে না একটা পদ্মফুল।
ঝরনার উৎস খুঁজতে গিয়ে পাথু্রে পাহাড়ের মাঝে,
নিজের অজান্তেই হারিয়ে গেলে গহীন জঙ্গলে!
প্রকৃতির কোন সৌন্দর্যের মাঝে খুঁজোনি তুমি,
সুখ, শান্তি, কামনা, বাসনা আর তৃপ্তি?
একরাশ হতাশা মেখে বিষন্ন মনে অবশেষে-
হাড় কাঁপানো শীতের রজনীতে এখন শুধু,
পেতে চাও কারো একটু উষ্ম পরশ!