এ জীবনে যেমনি পেয়েছি অনেক কিছু,
তেমনি হেরেছি তার চেয়েও বেশি কিছু।
আমাকে হারাতে হয়েছে আমার প্রিয় রত্নটিকে,
আগলে রেখেছিলাম পরম যত্নে যাকে।  
নরম মাটিতে গড়া পুতুলটি আমার,
সহজেই ভেঙ্গে যাবে ভাবিনি একটিবার।
তার সুখ আর ভালোবাসার কাছে,
আমার অপত্য স্নেহটুকু তুচ্ছ হয়ে গেছে।
তার কাছে আমি বেশি কিছু চাইনি,
একটু ভালোবাসা যা ভিক্ষা চেয়েও পাইনি।
অটুট রাখতে তার ভালোবাসার অঙ্গীকার,
অবশেষে নাড়ীর বন্ধনকে করেছে অস্বীকার।
ব্যথিত হৃদয়ে আমি আজ ভীষণ মর্মাহত,
বলার ভাষা হারিয়েছি পেয়েছি যাতনা কত।
মননশীল হৃদয়টা হয়েছে শরাহত,
অনর্গল রক্তক্ষরণে বলতে গেলে মৃত!