‘পনেরো’ এখন আর একটি সংখ্যা শুধু নয়,
আমার কাছে তার চেয়েও বেশি কিছু মনে হয়।  
‘শুক্রবার’ এখন আর একটি দিন শুধু নয়,
আমার কাছে তার চেয়েও বেশি কিছু মনে হয়।  
‘আগস্ট’ এখন আর একটি মাস শুধু নয়,
আমার কাছে তার চেয়েও বেশি কিছু মনে হয়।  
‘পনেরোই আগস্ট’ এখন আর একটি তারিখ শুধু নয়,
আমার কাছে তার চেয়েও বেশি কিছু মনে হয়।  
‘ঊনিশ’শ পঁচাত্তর’ এখন আর একটি সাল শুধু নয়,
আমার কাছে তার চেয়েও বেশি কিছু মনে হয়।  
‘বঙ্গবন্ধু' এখন আর একটি উপাধি শুধু নয়,
আমার কাছে তার চেয়েও বেশি কিছু মনে হয়।  
‘পনেরোই আগস্ট বঙ্গবন্ধু র শাহাদাত বার্ষিকী’ এখন আর একটি বাক্য শুধু নয়,
আমার কাছে তার চেয়েও বেশি কিছু মনে হয়।  
এখানে প্রতিটি সংখ্যা, দিন, তারিখ, মাস আর বছর কে মনে হয়,
‘বঙ্গবন্ধু’কে ধরে রেখেছে তারা সকলে মিলে পাথরের দৃঢ়তায়।  
‘বঙ্গবন্ধু’র স্বপ্নগুলো ছড়িয়ে গেছে আজ পৃথিবীর কোনায় কোনায়,
দেশ থেকে দেশান্তরে কোটি মানুষের হৃদয়ের মণিকোঠায়।
সূর্য থেকে পৃথিবী যেমনি করে প্রতিদিন শক্তি খুঁজে পায়,  
‘পনেরোই আগস্ট’ কোটি কোটি মানুষের মনে তেমনি শক্তি জোগায়।
‘পনেরোই আগস্ট’ তাই শুধু একটি শোকের দিন নয়,
আমার কাছে তার চেয়েও বেশি কিছু মনে হয়।