সাগরের জলে নামতে চেয়েছিলাম,
তুমি নামতে দাওনি, পছন্দ নয় অদৃশ্য কারণে!
সাগরের নোনা জলে শাড়ী ভেজাতে,
তোমার নাকি মোটেও ইচ্ছে নেই।
বললাম চলো না অন্তত: পা দুখানা ভিজাই,
তাতেও তোমার ঘোর আপত্তি।  
সমুদ্রের এত কাছে এসেও সেদিন,
আফসোস নিয়ে ফিরে আসতে হলো।
সময়ের দাবি সময়কালে পূরণ করতে হয়,
এ কথাটি বোঝাতে পারিনি তোমাকে সেদিন।  
এক যুগ পরে আবার সেই সমুদ্র পাড়ে গিয়ে,
সন্তানের সমুদ্র স্নানে একটুও বাঁধা দিলে না।
বললে-ওদের যতক্ষণ ইচ্ছে হয়,
ভিজতে দাও সমুদ্রের জলে।
এবার আর আমার ইচ্ছে হলো না,
পা দুটো একটুখানি ভিজাই সাগরের জলে।
তারপরও বেহায়া ঢেউয়ের এক ঝটকায়,
ভিজিয়ে দিলো আমাদের দুজনকে।
মনে হয় উত্তাল সাগরের ঢেউ,
প্রতিশোধ নিলো এক যুগ পরে!
ভিজিয়েই যখন গিয়েছি কি আর করা,
চলো নেমে পড়ি দুজনে জলের আহবানে !
অবুঝ দুটি সন্তানের অনুরোধে অবশেষে-
দুই প্রজন্ম স্নানে মত্ত হলাম সাগরের নোনা জলে!