ভালোবাসা কি অদ্ভুত, তাই না?
আমরা দুজন একবারও কি ভেবেছিলাম,
সেদিনের পর আর কখনও দেখা হবে না।
তোমার কোমল দুটি হাতের উপর,
যখন রেখেছিলাম আমার দুটি হাত।
বুকের মাঝে কম্পিত হৃদয়ের স্পর্শ
ছুঁয়েছিল আকাশ, ভিজেছিল তপ্ত মরুভূমি।
আলো আঁধারের মাঝে চোখের ভাষা না বুজলেও,
দুটি মনের আকুতি  ঠিকই ছুঁয়েছিল দুজনের হৃদয়!
মুক্ত বলাকার মতো স্বপ্নের ডানা মেলে,
উড়তে চেয়েছিলাম নীল আকাশে অনন্তকাল!


ভালোবাসা কি অদ্ভুত, তাই না?
জমানো কত কথাই তো বলার বাকী ছিল,
যা এখনো পাথরের মতো চেপে আছে হৃদয় জুড়ে!  
একদিন যখন শুনলাম তুমি চলে গেছো
দূর কোথাও, খুঁজেছি অনেক, পাইনি।
তুমিও খুঁজেছ কিনা জানিনা,
তা জানার সুযোগও হয়নি আজও।
এ জীবনে হয়তো আর কোনদিনও,
হবে না আমাদের দেখা।
বলো প্রিয়তমা, তাই বলে কি প্রথম প্রেমের,
সুখ স্মৃতিগুলো একেবারে মুছে যাবে হৃদয় থেকে?