ব্যাস্ত এক দিন এর শেষে
সন্ধ্যা নিয়ে ফিরবো বাড়ি
হঠাৎ করে দৃষ্টি কারে
কাজল কারা আখি যারে
খুঁজেছি হ্রদ মাঝারে,
সপ্নলোকে,আলোর কাছে হুদিশ
খুজিঁ , দেখেছো কি?
রাতের কাছে


সে আজ ধরা দিলো
সন্ধ্যা যাত্রী, সন্ধ্যার ট্রেনে,
অতিতের পাতা উল্টে পাল্টে
  কে যেনো কয় আমারে
আমি তোর মস্তিষ্ক যে
ভাব —ভালোবাসার  পুরোনো
উলের সুতোয় আস্টে পিস্টে বাধিস নে তারে,
চোখে চোখ পড়িল হইলো
দৃস্টিমিলোন,
মনের কানে কে যেন কয়,
কথা বলা বারণ
হঠাৎ  করে চোখ এরিয়ে
উওরের দমকা হাওয়া
কিছু মেঘের মত হারিয়ে গেলে,
শত  শত লোকের ভিড়ে, আজ বড় মনে পরে, সন্ধ্যায় সন্ধ্যা তাঁরা এলে।