জলন্ত সিগারেটের চুম্বনে
শান্তি কি ধরা যায়,
হে প্রিয় বলো শান্তি  মিলিবে কোথায়,
অই দেখো সারশের দল আসছে ভিরে ভিরে,
দুই ডানায় মেঘ জরিয়ে ময়ুরাক্ষীর তিরে
তবে কি শান্তি  মিলিবে তার ঠায়
হে প্রিয়  শান্তি  মিলিবে কোথায়
বট বৃ্ক্ষের  পদ ছায়
শান্তি কি সেথায় পাওয়া যায়,
অজস্র রাত চাঁদের মুখোমুখি
দেখছি মহো মায়া,
মায়া মিলিলো তার ঠায়
পরন্তু
হে প্রিয় শান্তি  মিলিবে কোথায়।