স্বাধীনতা
    মোঃ সাকিব হুসাইন


‘হরিহর’ নদী দেখবো ঘুরে
পাল তোলা নায়ে
নদীর পাড়ে যাব আমি
সুন্দলপুর গায়ে।


নদীর পাড়ে বসব আমি
ক্ষণজন্ম সন্ধ্যা বেলা
মনের সুখে দেখব আমি
মাছরাঙাদের খেলা।


আঁকাবাঁকা নদী বেয়ে
যায় যে চলে অচিনপুর
ঘাটে ঘাটে নৌকা বাঁধা
মাঝির কণ্ঠে সূর।


নদীর ধারে কাশবন
ফুল পাখিদের মেলা
ছেলে মেয়ে নদীতে নেমে
করে কি যে খেলা।


রাতে বেলা নদীর বুকে
জোসনা চাঁদের খেলা
দুচোখ জুড়ে দেখবো কত
মৌমাছিদের মেলা।


এসব দেখে মনে পরে
শহীদ দেশের কথা
ছড়ায় ছড়ায় লিখে দিলাম
সবার স্বাধীনতা।