বেসুরো সময়। পত্রঝরা দিনকাল।
অভিযোজনে ক্লান্ত প্রাণ।
নেড়ে বৃক্ষের মতো ভয়ার্ত মনে-
বাজে বেদনার গান।


আবার কী ফিরবে স্বরূপ?
নাকি হবে স্বপ্নের তসরূপ!


ইতিহাস বলে, ভয় নেই। ভয় নেই!
আবার আসবে বসন্ত।
স্বপ্ন দেখো আপ্রাণ, অনন্ত।
দুঃসময়ে- হারিয়ে ফেলো না খেই!