মরুভুমি হৃদয়ে- সাধনে, যতনে, মরুদ্যান গড়ার প্রয়াসে-
         বসন্তের পর বসন্ত ধরে-
বসেছিলাম একটি বৃক্ষ রোপন করে- ভালোবাসার!
ফুল ফুটবে, অলি উড়বে- গুনগুন গান শোনার প্রত্যয়ে-
           অপেক্ষার পর অপেক্ষায়-
বসেছিলাম বৃক্ষ তলে বাঁশির সুরে- তোমার আসার ।
নিশানে লেখাছিলো- বিজয়, হৃদয় দিয়ে হৃদয় জয়ের আশায়-
         বসে থকার পর বসেছিলাম-
তুমি এলেনা, ভালোবাসা এলোনা- এলো 'খুনিসময়'  সীমার!
বিষাদময় বিরহের কেতন ওড়ে, বিরহের উপখ্যান সৃষ্টির লক্ষ্যে-
      বৃক্ষের শিকড়ে নির্মম ছুরি চালায়-
বিষাদসিন্ধু আমার, রচিত হলো আজ- তোমার প্রতারণায়!


তুমিই আমার বিষাদসিন্ধু অনন্তকালের...