একটি ছায়াপথ,  সেখানে একটি নক্ষত্র, একটিই গ্রহ : তোমাকে নিয়ে আমার ভাবনার মহাকাশ !
তুমি নক্ষত্রের কক্ষপথে আমি গ্রহ ঘূর্ণায়মান - একমাত্র আমিই করি সেখানে বাস ।
এমন চলতে লাগলো - কেমন জানি তুমি নিরাপদ দুরত্ব বজায় রাখলে : আকর্ষণ-বিকর্ষণের সাম্যাবস্থা ! অথচ, পরিবর্তিত হয় তোমার শপথ !
আমি আকর্ষণ বল বাড়াতে চেয়েছি, ভেবেছি তোমার মাঝে পতিত হবো আরও ভালোবেসে - হবে এক কক্ষপথ !
দুশ্চিন্তায় - "মন" বিজ্ঞানীর দারস্ত হলাম । দূরবীন যন্ত্র পেলাম : বিশ্বাস-অবিশ্বাস এর দোলাচাল দেখা গেলো ভীষণ !
অন্য গ্রহের উপস্থিতি দেখা গেলো - বিরহ বিষাদে আমার কৃষ্ণগহব্বরে পরিণত হবার এটিই কারণ !
তুমি পুরো আলোই সরিয়ে নিলে আমার গবেষণা আঁচ করতে পেরে । আমি আঁধারে রয়ে গেলাম !
প্রেমের মহাকাশ যুগে যুগেই গবেষণার বিশাল ভান্ডারই বটে -এ তথ্যই আবারও খুজে পেলাম !