হায়েনারা কখনো আয়না দেখে না,
বিকৃত রূপান্তর চোখে পড়ে না তাই!
ধর্ষণের চেষ্টা অব্যহত থাকে; আর অন্ধকার?
সে তো বিগ ব্যাং থেকে কৃষ্ণগহ্বর পর্যন্ত দীর্ঘ!
এই সময়ে, জীববিজ্ঞানের নিয়ম ভেঙে-
উল্টো বিবর্তনে মানুষেরা কখনও কখনও পশু হয় ফের!
তখন অন্ধকারকালে যৌনাস্ত্রের ব্যবহার চলে তুমুল উৎসবে!
ধর্ষণ চলে অধিকারহারাদের আরও বঞ্চিত করবার!
চলে অসমতা জিইয়ে রাখার কৌশলী ধর্ষণ!
সভ্যতার এমন যাত্রা দুঃখজনক ভীষণ!


সময়ের অগ্রগামী তীরের সাথে-
আলো ছুড়ে দেবার জন্য কেউ কি আর অবশিষ্ট নেই?
মুক্তি চাই। আলো চাই। এখনই!
এসো, সবার অন্তরে করি মানবতার পূর্ণ প্রকাশ।
শ্লোগান ধরো, বলো,
"আমিই মশাল! আলো ছড়াই।
অন্ধকারের গতিপথ রুখে দাড়াই!"