পড়ন্ত বিকেল। বৃষ্টি পড়ছে।
জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আমি দেখছি-
একটি পায়রা, আনন্দে- ভিজছে, নাঁচছে, গাইছে, উড়ছে।
উড়ে উড়ে আমার পাশে এসে বলে যায়-
বাক বাকুম, বাক বাকুম। তোমার চেয়ে আমি স্বাধীন!
শুনে, ভাবছি, আমি কী আসলেই বাকরুদ্ধ? কতোদিন?


কোন কোন পত্রিকা হয়তো জানে সে খবর!
আর জানতে পারে-
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, সদর দপ্তর!