পাহাড়ের ঢল নদী বেয়ে বেয়ে নিম্নমুখী যাত্রায় চলে জল।
সে স্রোতে গা ভাসাতে চায় মন- সবার, সবসময়।
তবে এ যাত্রায় মুক্তি নেই- দর্শন বলে,
যে বোঝে, সে উজানে চলে! উজানে বায় নাও-
দমের খেয়ালে ঊর্ধ্ব থেকে উর্ধ্বে...
অহম বিনাশে দেখা পায় পরমানেন্দর।
তাই, সঙ্গীসমেত মন,
চলো আনন্দ ও মুক্তির মিছিলে।


বাউলা জলজীবনে- বাও নাও উজানে উজানে।।