সংগ্রাম: শিশু পাখিটি তরুন হয়েছে আজ। উড়তে শিখেছে অনেকদূর। খাদ্য সন্ধানের সংগ্রাম শিখেছে- অন্তত দরিদ্রতা মুক্ত। বাসা বাধতে হবে শক্ত করে- এও এক জানা সংগ্রাম। বনে বনে ঘুরে ঘুরে তৃণলতা সংগ্রহ, ডাল নির্বাচন, নিরাপদ এবং নিরাপত্তা নিশ্চিত করার সংগ্রাম। জীবনমান উন্নয়ন সংগ্রাম। চলছে প্রজন্ম, চলছে সংগ্রাম, চলছে অবিরাম...


স্বপ্ন: ভালোভাবে থাকার স্বপ্ন। অন্যদেরকে ভালো রাখার স্বপ্ন। ঐতিহ্য ধারাবাহিকতা বজায় রাখার স্বপ্ন। অবশ্য, পাখিটির শত্রুও আছে বলে দিয়েছেন মা-বাবা কানেকানে! সেসব শত্রুকে সফলভাবে মোকাবেলার স্বপ্ন। নতুন পুরাতন সব স্বপ্নই 'সবুজ গাছে লাল ফুল' প্রেম! সে প্রেমে মাতোয়ারা পাখিটির হৃদয় গহীনে বোনা- কেবলই একাত্তরের চেতনার বীজ।


বিজয়: এই প্রজন্মের পাখি সে, আত্মবিশ্বাস ভীষণ। পূর্ব পুরুষেরা তার- রণাঙ্গনে বিজয়ী বীর। সেও হারবে না কোনদিন- উন্নত জীবন গড়ার ভবিষ্যত যুদ্ধে। ডিসেম্বরের বিজয়ী চেতনাই পাখিটির অন্তরে গ্রোথিত বীরত্বের তাবিজ।


পাখিটি তুমি! পাখিটি আমি! প্রজন্ম একাত্তর। সামনে চলো...