ভেঙে যাওয়া প্রেমের গল্পে চোখের জলই কবিতা!
মুহুর্তে মুহুর্তে আনমনে- নিউরন দোলে
জেগে ওঠে স্মৃতির ডুবোচর।
অস্থির চর গিলে খায়- জীবন জাহাজ!
স্থবির হয়ে ঘাসের বুকে,
পড়ে থাকে মালা সাজানোর স্বপ্ন- নির্বিকার।
তারপর...জীবন সেতো একঝাঁক বিষন্ন ফুল!
-------
কবিতাটি দৈনিক সবুজ বাংলা এ প্রকাশিত।