শাড়ির আঁচলে লুকিয়ে রাখে
বিরহ কিতাব, সই!
অবিরত পাঠে ক্লান্ত হয়ে
শূণ্যে ডুবে রই!
শূন্যতার মাঝে চেয়ে দেখি
এক শালিকের মুখ,
এলোমেলো নীতির বাতাস
ভাসিয়ে নেয় সুখ!
একটু দূরে অভিজাত ঘরে
আনন্দে নাঁচে চড়ুই,
আমার শালিকের রূপ বদলে
চড়ুই হলো দুই!
তারা জোট বেঁধেছে দেহে দেহে
মন রেখে তেপান্তর,
আমি হলাম প্রবাস পথিক
প্রেম আজ লোকান্তর!