দীপালি ক্ষণে-
ফের আগুন জ্বলে পোড়ামনে!


যখন বয়স আমার বাইশ বসন্ত পেরোলো-
হঠাৎ আঁধার জীবন আঙ্গিনায় আলো জ্বলেছিলো,
ভালোবাসায়- তোমার ছোঁয়ায়, সেদিন ছিলো দীপাবলি রাত ।
আধো আলো আধো ছায়ায় হাত ধরে গেয়ে উঠলে-
আগুনের পরশমনি জ্বালাও প্রাণে...
আমি শুনে মুগ্ধতায় পড়েছিলাম তোমার ধ্যানে-
রাত গড়িয়ে ক্লান্ত চোখে শুরু হয়েছিলো - সেদিন সোনালী প্রভাত ।


তারপরের গল্প: ছোট গল্প ।
তোমার যুগল জীবন চলছে বেশ অন্য পুজারির ঘরে!
আমার একলা জীবন-
এখনো বেঁচে আছে প্রাণ কোনমতে ধড়ে!
গেরুয়া বসনে আমি যখন মনে মনে তোমায় খুঁজি-
এই মন্দির ছেড়ে ওই মন্দিরে যাই যাযাবরের মত-
তখন কতো যুবক প্রশ্ন করে- তোমার গল্প শোনার বায়না ধরে, শোনেনা বারন
ঘোরে পিছু পিছু অবিরত! পাড়ার সবাই জেনে গেছে যে তুমিই এমন জীবনের কারণ!


আমি গল্পে বলি-
প্রেমের আলো নিভতে দিতে নেই ।
যত কষ্ট হোক- করো প্রেম মিলনাত্মক!
প্রার্থণায় বলি- কারও জীবন দেবদাসের মত নষ্ট না হোক, নষ্ট না হোক ।