আকাশের ডান হাত ধরে চলতো নীলার বাম হাত । পড়ন্ত বিকেল থেকে সন্ধ্যা অবধি চলতো প্রেম, খুনসুটি, স্বপ্ন নির্মান । এরপর এক নীড়ে ফেরা ।
প্রায় বিকেলেই দেখা যেতো পাড়ার সবার চোখে এ দুটি হাত কতো ভালোবাসায় ঘেরা !
দিন যায় - পরে দৃশ্য পরিবর্তিত হয় । মাঝে আনন্দ ।
আকাশের ডান হাত আনন্দের বাম হাত - আনন্দের ডান হাত নীলার বাম হাতঃ বন্ধন- পারিবারিক সুখময়  ।
দিন যায় - পরে দৃশ্য পরিবর্তিত হয় ।
দু, তিন বছর গড়ায় সময় ।
পাড়ার সবার চোখে - ধোঁয়াশা । দেখা যায় না বন্ধনের এ ছবি অনেকদিন ।
শোনা যায়- গ্রাম থেকে শহর প্রায় সবখানে নাকি  হারিয়ে যায় এ ছবি দিন দিন ।
শোনা যায়- কানাঘুষা ! আকাশের ডান হাত নাকি কে ধরেছে অথবা নীলার বাম হাত অন্য বাহুবন্দী ।
সংগত কারনে- দুজনের বিচ্ছিন্নতার সন্ধি!


আনন্দ বেড়ে ওঠে সীমাহীন নিরানন্দের সাথে ।