অবাক বাস্তুতন্ত্র- এই শহরে!!!
যা-তা খাদ্যের মান!
          যা-তা আবাসের মান!!
                      যা-তা চিকিৎসার মান!!!
এই শহরে বেঁচে থাকা- অষ্টম আশ্চর্যের সমান!!!
এ আমার ঢাকার শহর-
              বাড়ছে এখানে দম বন্ধ করে দেয়ার বহর,
              দিন থেকে দিন, প্রতিদিন-
স্বাভাবিক বাস্তুতন্ত্র এখানে, এখন প্রায় বিলীন।
জীবনেরা এখানে বাঁচে- জড়ের মতন.
জড়েরা হারিয়ে খেই- নড়েবড়ে যখন তখন!
ওহ্ বলে রাখি, অবাক বাস্তুতন্ত্রের এই শহরে-
যে মানুষটির ভাবনায় অন্যমানুষ নেই- ওকে আমি জড়ই বলি উচ্চস্বরে!