ভালোবাসার ঘ্রাণে-
যেতে যেতে কাছে, অদৃশ্য হয়ে যায় কর্পূরের দানা!
একান্ত আপন ভেবে কতো কতো দীর্ঘকালীন স্বপ্ন
নিমেষেই ফুরিয়ে যায়, অন্য মাছরাঙার ধ্যানে-
যাকে কোনদিন দেখেনি বালক, পছন্দের রূপোলি পুঁটি
তার খাদ্যজালে উৎসর্গ করে ফিরে আসে ঘরে!
ভুবনজোড়া খাদ্যশৃঙ্খলে,
আমজনতার অধিকার আটকে যায়-
হালকা জলে, কাদা মাটিতে পাতা গোপন ফাঁদে।