সহিংসতার শিকড়
---------------
কর্ম ছাড়া- সম্পদ অর্জনের বাসনা,
বিবেক করে বন্দি- আনন্দ কামনা,
শুধুই জ্ঞান অর্জন- না করে চরিত্র গঠন,
নৈতিকতা ভুলে গিয়ে- বাণিজ্য, বিপণন,
মানবতার গান না গেয়ে- বিজ্ঞান, গবেষণা,
ত্যাগের চেতনা না রেখে- ইবাদত, প্রার্থণা,
নীতি ছাড়া যতোসব রাজনীতির বাহার,
গান্ধীজী বলেন- এসবই শিকড় সহিংসতার।
=================
আপনশক্তি
----------------
আপনার মাঝে শক্তির জন্ম- জয় থেকে নয়,
ঘাত-প্রতিঘাত সয়ে সয়ে- তাকে জন্ম দিতে হয়।
কষ্টময় কঠোর সাধনায় নিজেকে গড়ে,
সমর্পনের চিন্তা দিয়ে বাদ- লক্ষ্যে পৌছানোর তরে,
নিজের মাঝেই নিজে করতে হয় শক্তির সঞ্চারণ,
গান্ধীজী বলেন- এভাবেই হয় আপনশক্তির উদ্ভাবন।
=================
মৃত্যু ও শিক্ষা
--------------------
এভাবেই বেঁচে থাকতে হবে, ভেবে মনে মনে-
যেন আগামীকালই হয়তো যাবে তুমি মারা!
শিক্ষা অর্জনের বাসনা তবে জাগিয়ে রাখতে হবে সনে,
ভেবে নিয়ে- হয়তো কোনদিনও হবে না এ জনম সারা!
=================