আঁকা-বাকা মেঠো পথে
লাল শাড়ি পড়িয়া
কে যায় গো হেলেদুলে
হিঁয়ায় নাচন তুলিয়া ।
নুপুর বাজে তার রুন ঝুনঝুন
হৃদয় মোর হলো যে খুন
উদাসী মন মোর পাগল হলো
পেতে কাছে গাঁয়ের সে বালিকা ।
রিনিঝিনি কাঁকনে সুর তার
ছন্দ তোলে হে মনে বারবার
রূপের বাহারে ব্যাকুল হৃদয়
নিতে হবে যে তারে বরিয়া ।
এলোমেলো তার কালোকেশে হায়
বায়ু যে নিত্য দোল খেলে যায়
মন বড় চায় চুলে হাত দিয়ে
আদর করি বসে নিরালায় ।
লাজে ভরা তার হাসিমাখা মুখে
মাদকতাপূর্ণ নেশাভরা চোখে
প্রেমের ভুবনে কেটে যায় রেশ
উদাসী করিল সে আমাকে বেশ ।