হেরেমের শত প্রেমে-
ভালোবাসা থাকে না,
বহুফুলে নৃত্যের ভ্রমর-
আসল ফুল চেনে না ।


নকল ফুলে ভরা বিষ-
কোন সালতানাত টেকে না,
আসল ফুলে অমৃত সুধা-
প্রেমের সংসার ভাঙে না ।


নগ্ন শিসে আকর্ষণ ভীষণ-
এ যুগের "হেরেম অধুনা",
ফুল ফুলান্তর ছলে ডুবে-
কামুক ভ্রমর বাঁচে না ।