অনেক দিন পরে হঠাৎ করে আজ
পড়লো মনে তোমার কথার কারুকাজ
কথায় কথায় প্রিয়ংবদা তুমি কততো
দেখাতে স্বপ্ন মোর মনের মাঝে নিয়ত নিত্য ।


ভ্রমর হয়ে ঘুরবো আমি তোমার মধুবনে
বাসবে ভালো হয়ে তুমি দুষ্ট চঞ্চল কনে
এমন কথা বলেই তুমি হাসতে খিলখিল
আজকে কেন সে কথার সাথে এতো গড়মিল ?


আরও বলতে তুমি, আসুক যত বাধা-বিপত্তি, ঝড়
কোন কিছু করতে পারবেনা মোদের কোনদিনও পর
এমন কথা বলেই তুমি জড়িয়ে ধরতে আমায়
সেসব দিনের কথাগুলো এখন‍ কি তোমায় ভাবায় ?


আজ তুমি কোথায় আছো আর আমিই বা কোথা
বুঝিনা কি কারনে করলে সৃষ্টি মোর জিবনে বিরহ বেদন প্রথা
ভাবি যখন তোমার-আমার অতীত দিনের কথোপকথনগুলো আজ
সে কি অবাক করা ছিলো তোমার কথার কারুকাজ !