তিন'শ ষাট ডিগ্রি চোখে,
গভীর অন্ধকারে, একদিন নিজেকে দেখেছি-
স্বভাবে আমিও গিরগিটিঃ রূপ বদলাই- মোহে!
প্রয়োজনে অথবা অপ্রয়োজনে
নিয়ন্ত্রণহীন হয়ে পড়ি পৃথিবীর ধোঁকায়।
অতঃপর, দুঃখে কাঁদি- ব্যর্থ জনম।
স্ব-পাঠ শেষে, বলি,
আমার কেবলই রূপ হোক মানুষের!
-----
কবিতাটি দৈনিক সবুজ বাংলা পত্রিকায় প্রকাশিত।