সূর্য আর মেঘ মেতেছে আজ- লুকোচুরি খেলায়,
আমার মনও ভাসছে তেমন তোমার প্রেমের ভেলায়!
ক্ষণিক তোমার দেখা পাই- সূর্যের হাসির মত,
আবার হারিয়ে ফেলি- ঢাকে আকাশ, মেঘে শত শত।
এ কেমন খেলা চলে- রহস্যভরা এই প্রকৃতির বুকে,
প্রেমের আকাশেও মেঘ-সূর্য আসা-যাওয়া থাকে সুখে-দুখে!
ক্ষণিক প্রেম, ক্ষণিক বিরহ এই বুঝি নিয়ম চিরন্তন,
তোমার আমার ভালোবাসা যেন মেঘ-সূর্য আলিঙ্গন!