গ্রাম দেশে নানা বাড়ি
বেড়াতে যাই চলো,
এমন সুন্দর আনন্দ ভারি
আর কী আছে বলো!
আছে ফুল আছে ফল
পুকুর ভরা মাছ,
সবুজে ঘেরা গ্রাম মাঝে
দারুণ ধান গাছ!
নানান পশুর ঘোরাঘুরি
আর পাখির কলরব,
নদীর জল করে টলমল
ভালো লাগে যে সব।
ভীষণ মিশুক গায়ের লোক
সরলতার ছবি আঁকা,
শহরের মতো নেই সেখানে
একলা একা থাকা।
তুমিও কি যাবে নাকি
আমার নানা বাড়ি?
চলো বন্ধু, বেড়িয়ে আসি,
যাই সুখের বলিহারি!