যে পথে চলছো নবীন সে পথ কি তোমার চেনা
শুরু কোথায় তার, কোথায় তার শেষ ঠিকানা ?
সে পথ শেষে আলোর ঝলকানি নাকি অন্ধকার গলি
যে স্বপ্ন নিয়ে চলছো তুমি - কেউ হবেনা তো তার বলি ?
সুখের জন্য যে পথচলা - দু:খ যেন না পায় কেউ
শুভাশিস্ তোমায় ঘিরে থাকুক - না লাগে যেন কলঙ্কের ঢেউ ।
তোমার পথ করতে সুগম কাউকে দিওনা আঘাত
শান্তির অণ্বেষনে বেড়িয়ে - করোনা কারও শান্তির ব্যঘাত ।