ওহ্! সে কথা কয় না!
অথচ, জন্ম থেকেই আমি কথা বলেছি, তার সাথে-
স্পষ্ট, অস্পষ্ট। মুখে কিংবা ইশারায়।
কেবল বাতাসেই টের পাই-
ফানুস অনুভূতির মাত্রাটুকু আমার।
এই অন, এই অফ-
কী রহস্যময় যাত্রাপথ!
জানতে চেয়েছি, দেখতে চেয়েছি-
জৈবিক দেহের নৈসর্গিক স্টপওয়াচ।
ওহ্! সে কথা কয় না!