অবশেষে বাষ্প-মেঘ-জল, তোর পৃথিবী ভ্রমণ।
সে অপেক্ষায় চাতকমন, ছিলো, ছিলো দীর্ঘক্ষণ!
তোর ভেজা দেহের মাটির ঘ্রাণে-
                                  সময় ডুবে থাক!
চলুক চাষবাস,
             বপন-রোপন,
                  ফসল উৎপাদন-
                                    ভুলে রাখঢাক!
সিক্ত দেহের মিত্র হোক মন!
কোন বিরাম ঘড়ির আজ নেই প্রয়োজন!


ইতিহাস শোন্,
তোর প্রতিক্ষায় আমার বুকের দীর্ঘশ্বাস-
যন্ত্রণার আগুনে পুড়ে বাষ্প হয়েছে বারোমাস!
তোর প্রতিক্ষায় আমার ক্লান্ত মন-
বাষ্প করে শীতল, করেছে মেঘ কৃষ্ণপ্রবণ!
তোর প্রতিক্ষায় আমার অশ্রুমাখা চোখ-
মেঘের সাথে লিখেছে জল বিনিময় স্মারক!
অবশেষে বাষ্প-মেঘ-জল, তোর পৃথিবী ভ্রমণ।
কোন বিরাম ঘড়ির আজ নেই প্রয়োজন!


সিক্ত দেহের মিত্র হোক মন!
বাঁচুক তোর বুকে-
ভালোবাসার ফুল ফোটানোর সবুজ বনায়ন।