বৈশ্বিক মঞ্চে-
পতাকাই পরিচয় আমার।


তোমার? নিশ্চয়ই ভিন্ন কিছু না!


হাতে ভিনদেশি পতাকা তুলে,
পরিচয়হীনতার উৎসব করে-
কী এমন আনন্দ পাও তুমি?
তোমার কি জানা নেই,
আত্মপরিচয় অস্বীকার করে-
কেউ জাতে ওঠে না!


সুতরাং, সুখে-
আপন পতাকাই ওড়াও।
দুঃখে, সে পতাকা হাতেই-
ঘুরে দাড়াও!