ভব নদী দেব পাড়ি
মনে বড় আশা আমার
কোথায় গেলে পাব মাঝি
করবে যে আমায় পাড় ।
ওমন কেমনে হব পাড় ।।
নদী বড় উথাল পাথাল
খাঁটি মাঝির বড় আকাল
আবার সত্য শুদ্ধ মন যার
সে ছাড়া হবেনা পাড় ।
ওমন কেমনে হব পাড় ।।
ভব নদী দেব পাড়ি
মনে বড় আশা আমার
কোথায় গেলে পাব মাঝি
করবে যে আমায় পাড় ।
ওমন কেমনে হব পাড় ।।
মাঝির খোঁজে গুরুর দ্বারে
সত্য গুরু মেলা ভার
আবার ভোলামন বসে ভাবে
এ জগতে কে বা কার ।
ওমন কেমনে হব পাড় ।।
ভব নদী দেব পাড়ি
মনে বড় আশা আমার
কোথায় গেলে পাব মাঝি
করবে যে আমায় পাড় ।
ওমন কেমনে হব পাড় ।।
কিসে করে চড়ব বসে
কেবা তার কারিগর
আবার খাঁটি ইঞ্জিন ছাড়া তার
তীরে ভেরা হবে না আর ।
ওমন কেমনে হব পাড় ।।
ভব নদী দেব পাড়ি
মনে বড় আশা আমার
কোথায় গেলে পাব মাঝি
করবে যে আমায় পাড় ।
ওমন কেমনে হব পাড় ।।