মোহিণী, প্রেম মোর
আধিজৈবিক নাকি আধিদৈবিক
যেওনা সে বিশ্লেষনে
জানোতো, প্রেমেও আছে দ্বৈতবাদ ।
যদি ভাবো তুমি
দৈহিক আর দৈবিক দু তড়িৎদ্বার
জমবে কিছু কিছু দুটোই তার
প্রেম উপজাত ।


মোহিণী, তোমার দ্রোণে
যদি দেখো তুমি
মোর প্রেমের দৈন্যরূপ
পরখ করো পুনরায় ।
সকলেই আজ জানি
যত্রতত্র মিথ্যা সর্বত্র
তবু সত্য প্রেম মোর
জেনো এর উর্ধ্বে হায় ।


মোহিণী, ভুলে যাও
সত্য কি অসত্য
জৈবিক কি দৈবিক
প্রেমের এ দর্শণ ।
বরং বনলতা মোর
তুমি চোখ তুলে তাকাও
গ্রহন করো আমায়
করিনু মোর সমূহ সমর্পণ ।