হয়তো এই আমি, সামান্য 'প্লুটো' ছিলাম তোমার আকাশে- প্রেমিকের মর্যাদায়।
জীবনচক্রের একটি পর্যায়মাত্র। তারকা'র মতো!
তোমার মনের মহাজাগতিক পরিবর্তনে-
মর্যাদা হারিয়েছি।
এখন নেই কোন তালিকায়!
হস্তরেখার ক্রস চিহ্ন যখন ভাগ্যরেখায় এঁকে দেয় কাট্টি,
তখন বাঁধন ছিড়ে উড়ে যাওয়া ঘুড়ির মতো-
মুখ থুবড়ে পড়ে থাকতে হয় দূরে কোথাও,
সবুজ ঘাসের গালিচায়।
একা।


প্রেমে ফোঁটা অশ্রুফুলে বাসর সাজাই আমি!


--------
কবিতাটি দৈনিক যায় যায় দিন এ প্রকাশিত।