যখন নিস্তব্ধ রাতের আকাশে
দেখি মিটিমিটি তারকারাজি
মাঝে পরিপূর্ণ এক টুকরো চাঁদ
হৃদয়ের স্বপ্নগুলো জেগে ওঠে
ধীরে ধীরে ভালোবাসার রঙ এ সাজি
মনে পুষি তোমায় পাবার সাধ ।
রাতের গভীরতা বাড়তে থাকে
হাস্নাহেনা সৌরভ ছড়ায়
হৃদয়ের ব্যকুলতা যায় বেড়ে
আকুল সে মনপ্রাণ
অভিসারের মোহচ্ছলে
কোন এক মানবী নেয় কেড়ে ।
নিস্তব্দ সে রাত নির্ঘুম কাটিয়েছি
রাত জেগে জেগে তোমায় ভেবেছি
দে‍খেছি আকাশ পানে মধু পূর্ণিমার চাঁদ
ভালোবাসি তোমায় কলঙ্কহীনা
তোমার ভালোবাসার সঙ্গ করো মোরে
মানি না কোন যে বাঁধ ।
এই নিস্তব্ধ রাতে তুমি
এসো নিসঙ্গতা আর নিরবতা ভেঙ্গে
নির্জন এ প্রান্তরে
এক রাতের কবির
প্রেমময় ভালোবাসার
নিবেদিত প্রার্থণার আসরে ।