রাষ্ট্র, হে প্রেমিকা আমার চিরন্তন আবেগের।
আমার দুঃখগুলো-
তোমার কাছে রাষ্ট্রীয় ডাকে পাঠাতে মন চায়!
গ্রীকের নগর রাষ্ট্র থেকে আজ অবধি আমরা,
তোমার উত্থানে- কর্মরত নাগরিক।
অসম আচরণে অভিযোজিত বেশ!
চুপ থাকতে শিখে গেছি, কলহ অপছন্দ তাই!
তবুও আমার জ্ঞাতিগোষ্ঠী-
যখন আগুনে পোড়ে,
        জলে ডোবে,
             জমিন চাপা পরে,
                 বিমানে লাশ হয়ে উড়ে যায়,
তখন, আমার দুঃখগুলো-
তোমার কাছে রাষ্ট্রীয় ডাকে পাঠাতে মন চায়!
খুলে দেখবে তো, সেই পোস্টবক্স?