মেনে নাও-
মেনে নিচ্ছি !
চলো সেভাবে -
যেভাবে সবাই চলছি !
এটাই ভালো উপায়-
বুঝেছো মহাশয় !


বুঝলাম, মাথা নাড়িয়ে বলি ।


মন মানেনা যে-
আছি কতোটা সঠিক পথে !
ভাবি - আমি না হয় কাটিয়ে দিলাম সময়
সন্তানদের কি জবাব দিবো - ঢেকে যাবে অন্ধাকারে - বিশ্বময় !
সায় দেয়না বিবেকে -
সত্য সুন্দর পথের জয়গান করতে বলে সে !


হ্যাঁ, বিদ্রোহী. আসো, মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে চলি ।


সত্যের পথে
ন্যায়ের পথে
একসাথে বিশ্বজুড়ে
দলে দলে
মিলিত হই
মানবতার দলে ।


তবেই স্বার্থক হবে তুমি - প্রস্ফুটিত হবে সব মানব-কলি ।