মহাবিশ্ব নিয়ে এ পর্যন্ত যত গবেষণা প্রকাশ-
একমাত্র পৃথিবীই বসবাসযোগ্য, অন্য কোথাও যাবার- মানুষের নেই অবকাশ।
অন্য কোথাও সবুজ নেই। অন্য কোথাও তাই প্রাণও বাঁচে না।
এ পৃথিবীতে সবুজ না থাকলে, অনুরূপ ফলাফল পেতে ব্যতিক্রম হবে না!


সবুজেই অস্তিত্বের প্রকাশ মানবের।
সবুজ নষ্ট করা বৈশিষ্ট্য দানবের!


তোমাকে 'তোমার' কসম- শ্যামল ধরা ধুসর করো না,
মাত্রার বেশি কার্বন নিঃসরণ করে অক্সিজেন খেয়ো না!
সবুজের প্রজন্ম বাড়তে দাও। বাড়তে দাও জীবনের ধারা।
সাময়িক স্বার্থ চিন্তায় পৃথিবী ধ্বংসের খেলায় হয়ো না আত্মহারা!
অন্য কোথাও যাবার- মানুষের নেই অবকাশ।
বাঁচো সবুজে, বাঁচো নিজে! সবুজেই করো আত্মপ্রকাশ।