হৃদয় ডুবে যায়- দুই পাহাড়ের চুড়ায়।
মাঝ বরাবর দূরে, সঙ্গমরত নদীরা
মাতে উৎসবে- পলিমাটির জলে!
সময় সঙ্গত করে
নতুনের গানে।
সভ্যতা ছুটে চলে
সৃষ্টির রহস্যপথ বেয়ে।
বিগ ব্যাং এবং শিৎকারঃ
সুরেলা সিমেট্রি। ভাষা খুঁজে পায়-
কবিতা আর বিস্মিত বিজ্ঞান।