শুচিস্মিতা, একটু হেসে দাও না
আমাকে ভাসাও স্বপ্ন সায়রে
তোমার হাসির ভেলায়।
সাবুদ, ইন্দ্রজিতও হেরে যাবে
তোমার লাস্যময়ী ঐ
অধর যুগলের খেলায়!


শুচিস্মিতা, একটু হেসে দাও না
গুলবদনে লুকায়িত গোলাপের
পাপিড় যুগল খুলে আজ।
সাবুদ, প্রতাপশালী সব সম্রাটও
লুটাবে তোমার চরণে
ফেলে তব মাথার তাজ!


শুচিস্মিতা, একটু হেসে দাও না
তাকায়ে মোর পানে নত নয়নে
মূখে দুষ্ট শব্দ চয়নে।
সাবুদ, ভালোবেসে তোমায় আমি
উৎসর্গ করবো মোর সবই
কেবলই তোমার স্বপ্ন পুরণে!