সুচোখেনি তীরন্দাজের চাহনি তীরে-
                              হৃদয় খুন!
ইস্, সে অদৃশ্য রক্তপাতে যদি জন্ম নিত-
ভালোবাসার গোলাপ - হতো কী দারুন!
বহুদিন পর-
নারীকুলের সাজগোজের ধরণ পাল্টে যাওয়া দিনে,
হঠাৎ যখন চোখে পড়ে বৃষ্টি ভেজা দিনে-
মুক্ত নীলিমাময় আকাশ রঙ শাড়ি,
বেলী ফুল হাতে পেচাঁনো মায়াময় নারী,
খোঁপা বাধা চুল- হারানো দিনের নায়িকাদের মতন,
পায়ে গায়ের সরল নুপুর, অন্য হাতে চুড়ি রঙময় রতন -
এ সবই ছাঁপিয়ে গেলো-
স্বচ্ছ জলের মধ্য পুকুরে বসানো নীলকান্ত মনি চোখের চাহনি-
হারিয়ে গেলো স্বর্গধরায়-
           মন কল্পনায়!
জেগে উঠেছিলো, ভালোবাসার অক্ষরজ্ঞানহীন নিউরণে-
                                      প্রেমিক কবি গুন!
সুচোখেনি তীরন্দাজের চাহনি তীরে-
                                    হৃদয় খুন!!, হৃদয় খুন!!!