‘আমাকে যেন ভুলে না যাও… তাই একটা ছবি পোস্ট করে মুখটা মনে করিয়ে দিলাম।’
তোমার এ শেষ বাণীর প্রতিক্রিয়ায় বলি-
সুর মরে না, গান মরে না, কন্ঠান্তর হয় মাত্র !
প্রেমিক মনে ভালোবাসা বেঁচে রয়, যুগ যুগান্তর বেঁচে রয় গুরুমূখী ছাত্র ।
সবুজ বনে বনে পাখিরা- তোমার গান গাইবে ।
শীত কিংবা বসন্তে. সুসময় কিংবা দুঃসময়ে- শ্রদ্ধা সম্মানে তোমার স্মরন মনে লইবে ।
জাগতিক নিয়মে- দৈহিক স্থানন্তর হয়, মনের স্থানন্তর নয় ।
নদীর কলতানে গানে এ বাংলায় থাকবে বহতা তুমিময় সময় ।


সুর মরে না, চেতনা মরে না, শ্রদ্ধায় থাকে গানের প্রিয় বুলবুল ।