বসন্ত এলো বলে- ডাকলো পাখি, ফুটলো ফুল,
বাসন্তী শাড়ির ভাজে উচ্ছল চঞ্চলা রমনীকূল-
প্রেমের খেয়া পাড়ি দেয় কেউ কেউ বিনে পয়সার গান শুনে!
আমি চেয়ে দেখি- বয়স আমার বেড়ছে বহু- এক এক গুণে!
একলা মনে-
             বসন্ত আসে না!
                      সাজে না কুঞ্জবনে ফুল-
                           ডাকে না পাখি ।
একলা মনে-
             বসন্ত আসে না!
                   নারীর কন্ঠ পাশে বাজে না-
                        জল ছলছল হয় আখি ।
তবুও বসন্ত ভালোবাসি ।
                ভালোবাসি- প্রকৃতির বুকের বসন্ত ।
                  ভালোবাসি- নারীর বুকের বসন্ত ।
মন না জুড়ায়, চোখ জুড়ানো এ বসন্ত- এ কি কম পাওনা একলা কবি'র?
কেউ বাঁচিয়ে রাখুক প্রেম । কেউ বাঁচিয়ে রাখুক বিরহ । থাকুক না বৈচিত্র্যমতা- বসন্তের ছবি'র ।