মুখোশ পড়ে সাধু সেজে-
চুরিবিদ্যা রেখে এই অন্তরে,
অপেক্ষায় থাকি কখন আসবে-
সুযোগের মোক্ষম ক্ষণ ঘরে!


সুযোগ পেলেই মেরে দেই-
আমরা অন্যের অধিকার,
সভা কথায় রটিয়ে বেড়াই-
ফাঁকা বুলি মানবতার!


এভাবেই চলছি সবাই-
লুকিয়ে নিজেদের রূপ,
এটিই হলো নৈতিকতার
মহা ভয়ঙ্কর তসরূপ!