কোন এক ক্লান্ত কবির দ্রুত নিশ্বাসে
হে সুন্দরীতমা, তোমার চুলগুলো
যদি হয় একটু এলোমেলো
তবে কেমন হবে?
কিংবা বোকা সে যুবক যদি
একটু হেসে
খুলে নেয় তোমার এক পায়ের নুপুর
তা কি তুমি সবে?
অথবা সে যদি করে ভুল
খুলে নেয় তোমার কানের দুল
দিয়ে রক্তকরবী খোঁপায় গুজে
ডাকে নন্দিনী বলে
রঞ্জন বলে
সাড়া দিবে কি তবে?
তুমি হেসে দিলে
মোরে পাগল বলে
ঠিকই ধরেছো সুন্দরীতমা
সবই কেবল তোমার জন্যে।