তোমাকে নিয়ে কবিতা লিখব
কিন্তু তুমি যে উপমাহীন
ভাষা খুজে পাইনি আমি
পেয়েছি শুধু বিস্ময়
তোমার বিশালতার কাছে
ক্ষুদ্রতার ঘটেছে পরাজয় ।
জানিনা কোন চিত্রশিল্পী
তার চিত্রকর্মে পারবে কিনা
তোমাকে পরিপূর্ণতা দিতে
কারন তুমিতো বিধাতার
এক সুনিপুন প্রতিমা
যত্নে গড়া এ বিশ্বময় ।
তোমার কন্ঠে সুধা ভরা
পরাজিত সব সুর সাধক
পরাজিত সব সঙ্গীত যন্ত্র
লক্ষ কোটি মানবের কাছে
তুমি চির বিস্ময় ।
তোমার লাস্যময়ী বদন
চাঁদের সৌন্দর্য ও ম্লান করে
প্রস্ফুটিত সব ফুলেরাও লজ্জায়
গুটিয়ে নিতে চায় নিজেদের
হয়ে যাই তখনই আমি
তোমার প্রেমে বিভোর
সঙ্গীনী হও তুমি
এ জীবনে মোর ।